পৌষ পার্বণ
- বাপন মান্না
শীতকাল পড়লে পরে
সদাই মনে রাখি,
পৌষ পার্বণ আসবে কবে
অপেক্ষাতে থাকি।
পৌষ মাসের শেষ দিনেতে
পিঠে পুলি খাব।
পিঠে খেয়ে পরের দিন
গঙ্গাসাগর যাব।
সরু চাকলি, আস্কে পিঠে
পাটিসাপটা চাই,
দুধপুলি, ক্ষীরপুলি
ইচ্ছেমতো খাই।
দুধ চিতই জমিয়ে দেয়
পৌষ সংক্রান্তির সন্ধে।
আকাশ, বাতাস ভরে ওঠে
নলেন গুড়ের গন্ধে।
রসবড়া আর নারকেল পিঠে
গন্ধে আকুল করে।
পিঠের সাথে টুসু গানে
বাঙালির মন ভরে।
১৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।